ফকির লালনের তিরোধান দিবসের সাধুসঙ্গ ও মেলার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়

Other

পয়লা কার্তিক, মরমী সাধক ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস। করোনার কারণে এবারো সরকারিভাবে সাধুসঙ্গ ও মেলা হবে কি-না তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

কিন্তু সাধু, বাউল ও ভক্তরা এরই মধ্যে অবস্থান নিয়েছেন কুষ্টিয়ার ছেউড়িয়ায় সাঁইজির ধামে। গানে গানে লালনের মানবতার বানী প্রচার করছেন তারা।

দাবি জানিয়েছেন আগের মতো সব আনুষ্ঠানিকতা পালনের।  

আরও পড়ুন:


প্রধান শিক্ষককের বিরুদ্ধে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ !

মালামাল লুট করে বিধবা নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁওয়ে স্বামীর হাতে স্ত্রী খুন, থানায় আত্মসমর্পণ

অনলাইন ঘৃণ্য বক্তব্য, উদ্দেশ্যমূলক তথ্য-বিভ্রান্তির বিরুদ্ধে পদক্ষেপ চায় বাংলাদেশ


১৩১ বছর আগে পয়লা কার্তিক দেহত্যাগ করেন ফকির লালন সাঁই। সেই থেকে তার ভক্ত অনুসারীরা আখড়াবাড়িতে সাধুসঙ্গ ও বাউল মেলার আয়োজন করে। কিন্তু করোনা মহামারীর কারণে গতবছর এতো দিনের সেই রেওয়াজ ভাঙতে হয়েছে।

এবার লালনের আখড়াবাড়ি ছেউড়িয়ায় আগেভাগেই অবস্থান নিয়েছেন তার ভক্ত অনুসারীরা। গানে গানে প্রচার হচ্ছে লালনের মানবতার বানী।

মেলা করার অনুমতির জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।  

লালনের তিরোধান দিবসে কোন অনুষ্ঠান হবে কী-না? সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক।  

প্রতিবছরই দেশ-বিদেশ থেকে কয়েক লক্ষ ভক্ত যোগ দেন ফকির লালনের এই স্মরণোৎসবে।  

news24bd.tv/ কামরুল