ঢাকায় আন্তর্জাতিকমানের মেকাপ সেমিনার অনুষ্ঠিত

ঢাকায় আন্তর্জাতিকমানের মেকাপ সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

নারীদেরকে সাবলম্বী করার উদ্দেশ্যে এস এম বিউটি একাডেমির ব্যানারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানের একটি মেকাপ সেমিনার। মুম্বাইয়ের মেকাপ লিজেন্ড অনুরাগ আরিয়া ভার্ধান এতে অংশ নেন ট্রেইনার হিসেবে। শৈল্পিক মেকাপের জন্য যার খ্যাতি রয়েছে মুম্বাইয়ে।

ঢাকার মিরপুরে আয়োজিত সেমিনারটির উদ্যোগ নেন এস এম বিউটি একাডেমির ম্যানেজিং ডিরেক্টর আকলিমা আক্তার শান্তা এবং প্রেসিডেন্ট ময়না আক্তার।

যার সহযোগিতায় আছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পার্লার মালিক এবং সিনিয়র বিউটিশিয়ানরা।

আরও পড়ুন


আশ্রয়ন প্রকল্পের ঘরের দেওয়ালে পানি দিতে গিয়ে স্বামী-স্ত্রী-সন্তানের মৃত্যু

২১ জনের মৃত্যুর দিনে বাড়ল শনাক্ত

৫ দিনের রিমান্ডে কনক সারোয়ারের বোন

‘নোবেল অসুস্থ, মাদক ও নারীতে আসক্ত’, বললেন স্ত্রী


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক। সেমিনার শেষে অংশগ্রহণকারীদেরকে নিয়ে আয়োজন করা হয় এক বিশেষ ব্রাইডাল প্রতিযোগিতা ও র‌্যাম্প শো। পরে তাদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

news24bd.tv/আলী