প্রিন্সেস হায়ার ফোন হ্যাক করালেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট!

প্রিন্সেস হায়ার ফোন হ্যাক করালেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট!

অনলাইন ডেস্ক

সাবেক স্ত্রী প্রিন্সেস হায়া বি‌ন্‌ত আল-হুসেইনের ফোন হ্যাক করিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তার এজেন্টরা ইসরায়েলের তৈরি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে এই হ্যাকিংয়ের কাজ করেন বলে গতকাল বুধবার রায় দিয়েছেন লন্ডনের একটি আদালত।  

হাইকোর্ট জানায়, সাবেক স্ত্রীর ফোন হ্যাক করার নির্দেশ দিয়েছিলেন দুবাইয়ের এ শাসক। সেই সাথে ডিভোর্স মামলা চলাকালীন হায়ার আইনজীবী বারোনেস ফিয়ানো এবং নিক ম্যানারের ফোনও টার্গেট করা হয়েছিল।

ব্রিটিশ আদালত ফোন হ্যাকিং এর ঘটনাকে ব্রিটেনের অভ্যন্তরীণ অপরাধ আইনের মারাত্তক লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন।

আরও পড়ুন:


আজ কবি হেলাল হাফিজের ৭৪তম জন্মদিন

ফাঁকা বাড়িতে প্রেমিকাকে হত্যার পর প্রেমিকের আত্মহত্যা

বিশ্বের সবচেয়ে দামি পানি খান মুকেশ আম্বানীর স্ত্রী, দাম কত?

সৌদি জোটের আরো একটি ড্রোন ভূপাতিত করল ইয়েমেন


উল্লেখ্য, গেল বছর প্রিন্সেস হায়া তার স্বামীর বিরুদ্ধে লন্ডনের আদালতে অপহরণ, জোরপূর্বক দেশে ফিরিয়ে নেওয়া, নির্যাতন এবং ভীতি প্রদর্শন করার মামলা করেন। ২০২০ সালের মার্চে তার পক্ষেই রায় দেয় লন্ডনের আদালত।  

সূত্র: বিবিসি

news24bd.tv রিমু