পটুয়াখালীতে মৎস্য বিভাগের অভিযানে ৪০টি জাল জব্দ

পটুয়াখালীতে মৎস্য বিভাগের অভিযানে ৪০টি জাল জব্দ

Other

ইলিশের প্রজনন মওসুম নিরাপদ করার অংশ হিসেবে পটুয়াখালীর পায়রা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ৪০টি জাল জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর রাত থেকে মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোষ্ট গার্ড অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে। পরে পায়রা নদীর পায়রাকুঞ্জ এলাকায় জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, অভিযানে ২০টি বেহুন্দী জাল, ৮টি স্লুইজ জাল ও ১২টি চরগরা জাল জব্দ করা হয়।

যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।

আরও পড়ুন


রেলের চাকরিতে আবেদনের সময় আরও এক মাস বাড়ল

দিনাজপুরে আত্মহত্যার প্ররোচনাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

বাগেরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন আর নেই

সৈয়দপুর-কক্সবাজার সরাসরি চলবে বিমানের ফ্লাইট


অভিযান পরিচালনাকালে মৎস্য বিভাগের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মোঃ আনিসুর রহমান তালুকদার, মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড শাহিন মাহমুদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহম্মদ মাহফুজুর রহমানসহ নৌ পুলিশ, কোষ্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইলিশের প্রজনন মওসুম নিরাপদ রাখতে গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযান ২৫ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে বলে জানায় মৎস্য বিভাগ।

news24bd.tv এসএম