নরসিংদীতে ৯ মাসে ৩৭ বেওয়ারিশ লাশ

নরসিংদীতে ৯ মাসে ৩৭ বেওয়ারিশ লাশ

Other

নরসিংদীতে বাড়ছে বেওয়ারিশ লাশ। গেল ৯ মাসে মিলেছে নবজাতক সহ অজ্ঞাত ৩৭টি মৃতদেহ। ময়নাতদন্ত শেষে এসব মৃতদেহ দাফন করা হয় রেললাইনের পাশে অথবা পৌর কবরস্থানে। বছর পেরিয়ে গেলেও পরিচয় শনাক্ত করতে আসে না কোনো স্বজনও।

অবশ্য পুলিশ বলছে, পরিচয় নিশ্চিত করতে অজ্ঞাত মৃতদেহের ফিঙ্গার প্রিন্টসহ ডিএনএ প্রোফাইলিং করে ছবিসহ দেশের সকল থানায় পাঠিয়ে দেওয়া হয়।

নরসিংদীতে রেললাইনে ট্রেনে কাটা পড়ে আবার কখনও নদীর তীরে পড়ে থাকতে দেখা যায় নাম পরিচয় বিহীন অজ্ঞাত লাশ।

আরও পড়ুন


৭৫টি বিয়ে করে মনির, স্ত্রীদের বিক্রি করে পতিতালয়ে

আশ্রয়ন প্রকল্পের ঘরের দেওয়ালে পানি দিতে গিয়ে স্বামী-স্ত্রী-সন্তানের মৃত্যু

২১ জনের মৃত্যুর দিনে বাড়ল শনাক্ত

৫ দিনের রিমান্ডে কনক সারোয়ারের বোন

‘নোবেল অসুস্থ, মাদক ও নারীতে আসক্ত’, বললেন স্ত্রী


সদর হাসপাতালের মৃত ব্যক্তিদের রেজিস্টারের তথ্য অনুযায়ী, গেল ৯ মাসেই ৩৭টি অজ্ঞাত মৃতদেহ পাওয়া গেছে। এসব মৃতদেহ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে রেললাইনের পাশে ও পৌর কবরস্থানে।

বছর পেরিয়ে গেলেও অজানাই থেকে যাচ্ছে এসব মৃত্যুর রহস্য। অনেক সময় পরিচয় মিললেও সংরক্ষণ না করায় শেষ স্মৃতিচিহ্নটুকুও খুঁজে পান না স্বজনরা। ময়নাতদন্ত শেষে অজ্ঞাত এসব মৃতদেহ ডিএনএ পরীক্ষা করে নমুনা সংগ্রহ করে পুলিশের মাধ্যমে ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়।

পুলিশ বলছে, অজ্ঞাত এসব মৃতদেহের ফিঙ্গার প্রিন্টসহ ডিএনএ প্রোফাইলিং করে ছবিসহ দেশের সকল থানায় পাঠিয়ে দেওয়া হয়। আর পরিচয় নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

নাম পরিচয় ও ঠিকানা বিহীন এসব মৃতদেহের কবর সংরক্ষণ করে রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর