ড্রোন দিয়ে করোনা টিকা পাঠাচ্ছে ভারত

ড্রোন দিয়ে করোনা টিকা পাঠাচ্ছে ভারত

অনলাইন ডেস্ক

মহামারি করোনাভাইরাসের টিকা দ্রুত বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পাঠাতে ড্রোন ব্যবহার করছে ভারত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন ভারতের জ্যেষ্ঠ একজন সরকারি বিজ্ঞানী।  

বিবিসির প্রতিবেদনে ডা. সামিরান পাণ্ডের বরাত দিয়ে বলা হয়েছে, ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য অঞ্চলে টিকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হচ্ছে।


আরও পড়ুন

এবার প্রাণঘাতী ম্যালেরিয়া টিকা আবিষ্কার!

ফোর্বসের ৪শ ধনীর তালিকায় ট্রাম্প

৭৫টি বিয়ে করে মনির, স্ত্রীদের বিক্রি করে পতিতালয়ে

আশ্রয়ন প্রকল্পের ঘরের দেওয়ালে পানি দিতে গিয়ে স্বামী-স্ত্রী-সন্তানের মৃত্যু


২০২১ সালের মধ্যে সব নাগরিককে টিকা দিতে চায় ভারত।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, লক্ষ্য পূরণের জন্য টিকা দেওয়ার ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ গতি নিয়ে আসতে হবে।

ভারতেএখন পর্যন্ত ৭০ শতাংশ মানুষ অন্তত একটি ডোজ করোনা টিকা পেয়েছে।   আর এখন পর্যন্ত ৩৩ মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় মারা গেছে চার লাখ ৪০ হাজারের বেশি মানুষ।

জানা গেছে, করোনা টিকা দ্রুতগতি দেওয়ার জন্যই ড্রোন ব্যবহার করা হচ্ছে। প্রতি ড্রোনে অন্তত ৯০০ ডোজ টিকা পাঠানো যাচ্ছে।

 news24bd.tv/এমি-জান্নাত