শিমুলিয়া-বাংলাবাজারে স্পিডবোট চালু

শিমুলিয়া-বাংলাবাজারে স্পিডবোট চালু

অনলাইন ডেস্ক

শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে স্পিডবোট চলাচল শুরু হয়েছে দীর্ঘ পাঁচ মাস পর। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় স্পিডবোট চালু হয় বলে নিশ্চিত করেন নৌ পরিবহন অধিদপ্তরের ইন্সপেক্টর জহিরুল কাইয়ুম।

গত ৩ মে শিবচর ঘাটের অদূরে বলগেটের সাথে স্পিডবোটের ধাক্কায় ২৬ জনের প্রাণহানি ঘটে। সেই থেকে বন্ধ থাকে স্পিডবোট চলাচল।

আরও পড়ুন


৭৫টি বিয়ে করে মনির, স্ত্রীদের বিক্রি করে পতিতালয়ে

আশ্রয়ন প্রকল্পের ঘরের দেওয়ালে পানি দিতে গিয়ে স্বামী-স্ত্রী-সন্তানের মৃত্যু

২১ জনের মৃত্যুর দিনে বাড়ল শনাক্ত

৫ দিনের রিমান্ডে কনক সারোয়ারের বোন


চালকের ড্রাইভিং সনদ, রেজিস্ট্রেশন সনদ, সার্ভে সনদ ও রুট পারমিট সনদ দেওয়ার পরে বৃহস্পতিবার চালু হলো স্পিডবোট।

নৌ পরিবহন অধিদপ্তরের ইন্সপেক্টর জহিরুল কাইয়ুম জানান, এই নৌরুটের ১৪৫টি নিবন্ধিত স্পিডবোটের মধ্যে ১০১টির সকল প্রকার কাগজ হাতে পৌঁছেছে। তাই এই স্পিডবোটগুলো সর্বোচ্চ ১২ জন যাত্রী নিয়ে যাত্রী প্রতি ১৫০ টাকা ভাড়া দিয়ে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুট পারি দিতে পারবে।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের উপ-পরিচালক শাহাদাত হোসেন জানান, বিকেল ৩টায় শিমুলিয়া স্পিডবোট ঘাটে মিলাদ ও দোয়ার পরেই চালু করা হয়েছে স্পিডবোট চলাচল।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর