বিষ্ময়কর বন পোল্যান্ডের  ক্রুকেড !

সংগৃহীত ছবি

বিষ্ময়কর বন পোল্যান্ডের ক্রুকেড !

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিষ্ময়কর এক বন পোল্যান্ডের ক্রুকেড ফরেস্ট। এই বনটির সবগুলো গাছ অদ্ভুতভাবে বাঁকা। এই অরণ্যের প্রতিটি গাছই মাটির সঙ্গে ৯০ ডিগ্রি অবস্থানে রয়েছে।  

আন্তর্জাতিক ওয়েবসাইট কিউরিওসিটি.কম-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, পশ্চিম পোল্যান্ডের এই অরণ্যে রয়েছে ৪০০ পাইন গাছ।

১৯৩০ সালে গাছগুলি  লাগানো হয়।  

কিন্তু কেন বনটির প্রত্যেকটি গাছ এমনভাবে বেঁকে গিয়েছিল তার উওর আজও পাওয়া যায়নি।

কারও মতে, কৃত্রিম কোনও পদ্ধতির কারণে এই বনের প্রতিটি গাছ একই রকমভাবে বেঁকে গেছে। তবে পদ্ধতিটি কী ছিল কেউ তা বলতে পারেনি।

আবার কেউ কেউ মনে করেন, তুষার ঝড়ের কারণে এই অবস্থা হয়েছে। তবে এর সপক্ষে শক্ত যুক্তি দাঁড় করাতে পারেননি সংশ্লিষ্টরা।

অনেকে আবার মনে করেন, বনটি তৈরী করা হয়েছিল এর কাঠ দিয়ে নৌকা বানানোর জন্য। তাই গাছগুলোকে কোন বিশেষ প্রক্রিয়ায় বাঁকানো হয়।

নিউজ টোয়েন্টিফোর/সুফিয়ান

সম্পর্কিত খবর