টিকা না নিলে বিনা বেতনে ছুটি

টিকা না নিলে বিনা বেতনে ছুটি

অনলাইন ডেস্ক

টিকা গ্রহণের ব্যাপারে নাগরিকদের জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে কানাডা সরকার। টিকা না নিলে সরকারি চাকরিজীবীদের বিনা বেতনে ছুটিতে পাঠানো হবে। এ ছাড়া যারা টিকা গ্রহণ করবে না, তাদেরকে নৌ, রেল ও আকাশপথে ভ্রমণ করতে দেওয়া হবে না। গত বুধবার এ ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এই খবর প্রকাশ করেছে রয়টার্স।

ট্রুডো বলেন, বিশ্বে সরকারি চাকরিজীবীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও অন্যতম। যদি নাগরিক টিকা নেন, নিয়ম মানেন, তাহলে করোনা থেকে সুরক্ষা থাকার স্বাধীনতা আপনার প্রাপ্য।


আরও পড়ুন

এবার প্রাণঘাতী ম্যালেরিয়া টিকা আবিষ্কার!

ফোর্বসের ৪শ ধনীর তালিকায় ট্রাম্প

৭৫টি বিয়ে করে মনির, স্ত্রীদের বিক্রি করে পতিতালয়ে

আশ্রয়ন প্রকল্পের ঘরের দেওয়ালে পানি দিতে গিয়ে স্বামী-স্ত্রী-সন্তানের মৃত্যু


কানাডার রাজস্ব বোর্ডের তথ্যমতে, দেশটির ফেডারেল কর্মী তিন লাখ।

আর ফেডারেল সরকারের নিয়ন্ত্রণাধীন আরও প্রায় সাড়ে ৯ লাখ কর্মী রয়েছেন; যা মোট জনসংখ্যার আট শতাংশ।

কানাডায় ইতোমধ্যে প্রাপ্তবয়স্ক আরও ৮০ শতাংশ মানুষকে পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে। বর্তমানে দেশটিতে ১২ বা তদূর্ধ্ব বয়সীদের করোনার টিকা দেওয়া হচ্ছে।

 news24bd.tv/এমি-জান্নাত