সাহিত্যে নোবেল বিজয়ীর বইয়ের জন্য লাইব্রেরীর একাউন্টে ঢুকেই চক্ষু চড়ক গাছ!

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, কানাডা

সাহিত্যে নোবেল বিজয়ীর বইয়ের জন্য লাইব্রেরীর একাউন্টে ঢুকেই চক্ষু চড়ক গাছ!

Other

সাহিত্যে এ বছরের নোবেল পুরষ্কার বিজয়ী লেখক আবদুলরাজাক গুরনাহ’র বইয়ের জন্য টরন্টো পাবলিক লাইব্রেরীর একাউন্টে ঢুকেই চক্ষু চড়ক গাছ।

তার প্রতিটি বইয়ের জন্য এতো দীর্ঘ কিউ যে ভাগ্যের শিকে ছেঁড়ার জন্য কতোদিন অপেক্ষা করতে হবে- কে জানে! ২০১৭ এ প্রকাশিত ’গ্রাভেল হার্টে’র একটি মাত্র ই- কপির জন্যও হোল্ড রিকোয়েষ্ট আছে ১২১ টি ( এই পোষ্ট লেখার সময়)। আর ৪টি হার্ড কপির বিপরীতে ৫৬ টি হোল্ড রিকোয়েষ্ট। ’প্যারাডাইজে’র কপি আছে ৪টি, তার জন্য ৯৯ জন হোল্ড রিকোয়েষ্ট দিয়ে রেখেছেন।

আমি একশত নম্বর অনুরোধকারী।


আরও পড়ুন

এবার প্রাণঘাতী ম্যালেরিয়া টিকা আবিষ্কার!

ফোর্বসের ৪শ ধনীর তালিকায় ট্রাম্প

৭৫টি বিয়ে করে মনির, স্ত্রীদের বিক্রি করে পতিতালয়ে

আশ্রয়ন প্রকল্পের ঘরের দেওয়ালে পানি দিতে গিয়ে স্বামী-স্ত্রী-সন্তানের মৃত্যু


পুরষ্কার একজন লেখকের, লেখকের সৃষ্টি সম্পর্কে পাঠকদের এভাবেই আগ্রহী করে তুলে!
অভিনন্দন আবদুলরাজাক গুরনাহ। লন্ডনের সৃষ্টিশীল সাহিত্যাঙ্গনে আপনার পরিচিতি অবস্থান অনেককাল ধরেই। এবার বিশ্বের আমজনতাও আপনার সম্পর্কে, আপনাকে জানার সুযোগ পেলো।

লেখাটি আনোয়ার সাদী-এর ফেসবুক থেকে সংগৃহীত (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

লেখক- শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ, কানাডা।

 news24bd.tv/এমি-জান্নাত