শেষ মিনিটের নাটকীয় গোলে ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স

শেষ মিনিটের নাটকীয় গোলে ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স

অনলাইন ডেস্ক

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে তিন গোল করে উয়েফা নেশন্স লিগের ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। টুর্নামেন্টটির দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার রাতে বেলজিয়ামকে ৩-২ গোলে হারিয়েছে ফ্রান্স। ইতালির জয়যাত্রা থামিয়ে দেওয়া স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে তারা।

ম্যাচের ৩৭ মিনিটে প্রথম গোলটি আসে বেলজিয়ামের ইয়ানিক কারাসকোর পা থেকে।

ডি ব্রুইনার পাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ও গোলরক্ষক হুগো লরিসকে বোকা বানিয়ে গোল করেন তিনি। প্রথমার্ধেই ডি ব্রুইনার কাছ থেকে বল পেয়ে ব্যবধানে দ্বিগুণ করেন রোমেলো লুকাকু।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সহজ একটি সুযোগ মিস করেন গ্রিজম্যান। ৪ মিনিট পরই অবশ্য এক গোল শোধ দেয় ফ্রান্স।

এমবাপ্পের বাড়ানো বল থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন বেনজেমা। ৬৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজেই গোল করেন এমবাপ্পে।

আরও পড়ুন:

শিশুসহ ৭ জনকে ধর্ষণ করে ছালাম উল্লা, অতঃপর গ্রেপ্তার

বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন শেষ, অপেক্ষা পরিবহন চলাচলের

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের বড় জয়


সমতায় ফিরে আক্রমণের চাপ বাড়ায় ফ্রান্স। কিন্তু উল্টো ৮৭ মিনিটে গোল করেছিলেন লুকাকু। তবে তিনি অফসাইডে থাকায় সেটি বাতিল হয়ে যায়। ম্যাচের শেষ মিনিটে থিও হার্নান্দেজের গোলে উল্লাসে মাতে ফ্রান্স।

news24bd.tv/ নকিব