বিশ্বের ৯০ দেশে নেটফ্লিক্স র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে 'স্কুইড গেম'

বিশ্বের ৯০ দেশে নেটফ্লিক্স র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে 'স্কুইড গেম'

অনলাইন ডেস্ক

চলতি বছরের ১৭ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে স্কুইড গেম। এরই মধ্যে ৯০টি দেশে র‍্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছে এই গেম শো।  

সিরিজটির প্রধান চরিত্র একজন বেকার যার জুয়া খেলার অভ্যাস রয়েছে। ফলে পরিবারের কারোর কাছ থেকে সে সম্মান পায় না।

এই গেম সিরিজে সে দেখা পেয়েছে একজন তরুণের যে উত্তর কোরিয়া ত্যাগ করে দক্ষিণে চলে এসেছে। তার জীবনে অনেক কঠিন অভিঘাত এসেছে। তার সাথে দেখা আরেকজন পাকিস্তানি শ্রমিকের যার মালিক তার সাথে খুব দুর্ব্যবহার করেন।

স্কুইড গেম খেলায় আছে ৪৫৬জন প্রতিযোগী।

এদের সবাই ঋণে জর্জরিত। তারা সবাই ঘুরে দাঁড়াতে মরিয়া। এই খেলা জীবন বাজি রেখে মরা-বাঁচার লড়াই। জিতলে বিজয়ীর হাতে আসবে ৪৫.৬ বিলিয়ন কোরিয়ান ওয়ন বা ৩৯ মিলিয়ন ডলার। আর হারলে মৃত্যু অবধারিত।

আরও পড়ুন:

শিশুসহ ৭ জনকে ধর্ষণ করে ছালাম উল্লা, অতঃপর গ্রেপ্তার

বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন শেষ, অপেক্ষা পরিবহন চলাচলের

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের বড় জয়


জীবনযুদ্ধে পরাজিত, সমস্যায় জর্জরিত এবং গভীর হতাশাগ্রস্ত কিছু মানুষের গল্প নিয়ে তৈরি এই থ্রিলার সিরিজ 'স্কুইড গেম'-এর গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক।

news24bd.tv/ নকিব