লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে ভায়া গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু হয়ে রংপুর রুটে মিনি বাস চলাচলের উদ্ধোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে পাটগ্রাম পৌর বাসস্ট্যান্ডে লালমনিরহাট জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির আয়োজনে গঙ্গাচড়া শেখ হাসিনা তিস্তা সেতু দিয়ে মিনি বাস চলাচলের উদ্ধোধন করেন।
এ সময় প্রধান অতিথি লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন।
আরও পড়ুন
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের বড় জয়
চিকিৎসার নাম করে ২০ বছর বয়সী গৃহবধূকে বারবার ধর্ষণ করে কবিরাজ
রুখে দিল প্যারাগুয়ে, ফের পয়েন্ট হারাল মেসিরা
এ অনুষ্ঠানে লালমনিরহাট জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল হকের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, লালমনিরহাট ও রংপুরের মধ্যেসংযোগ স্থাপনকারী তিস্তা নদীর ওপর রংপুরের গঙ্গাচড়া এলাকায় নির্মিত 'গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুটি'। সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ৮৫০ মিটার দৈর্ঘ্য ও ফুটপাতসহ ৯ দশমিক ৬ মিটার প্রস্থের সেতুতে ১৭ টি স্প্যান ও ১৬ টি পিলার এবং ৮৫টি গার্ডার রয়েছে। মূল সেতু নির্মাণে ১২৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় হয়েছে।
লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে পণ্য ও যাত্রী পরিবহনে রংপুরসহ দেশের বিভিন্ন জেলার সাথে দূরত্ব কমে আনতে তিস্তা নদীর উপর দ্বিতীয় এ সেতুটি নির্মিত হলেও দীর্ঘ ৩ বছর থেকে যানবাহন চলাচল বন্ধ ছিল। সেতুটি রক্ষায় উভয় পাশে নদী শাসন করে ১ হাজার ৩ শ মিটার বাঁধ নির্মাণ করা হয়। গত ১৬ সেপ্টেম্বর ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুটির উদ্বোধন করেন।
news24bd.tv/ কামরুল