হিমালয় চূড়ায় উঠতে চান তামিম

হিমালয় চূড়ায় উঠতে চান তামিম

Other

দুঃসাহসিক সব স্টান্ট দেখিয়ে তাক লাগিয়েছেন কুষ্টিয়ার যুবক রাফিউল মোমেন তামিম। উঠেছেন সু-উচ্চ বৈদ্যুতিক পিলারের উপরে। সাইকেল চালিয়েছেন রেল ব্রিজের রেলিং-এর উপর দিয়ে। এসব স্টান্ট তুলে সাহস ও শক্তি সঞ্চয় করছেন তামিম।

তিনি উঠতে চান বিশ্বের সবচেয়ে উঁচু হিমালয় পর্বতচূড়ায়।

বাই সাইকেল ও মোটর সাইকেলের এমন দুঃসাহসিক স্টান্ট দেখে অভ্যস্ত কুষ্টিয়ার মানুষ। তাক লাগানো এই যুবকের নাম রাফিউল মোমেন তামিম। বাই সাইকেলের নতুন নতুন স্টান্ট তোলা তার নেশা।

শেষ মেষ বাই সাইকেল তুলেছেন গড়াই রেল সেতুর রেলিংএর উপরে। চিকন লোহার পাতের উপর দিয়ে নির্বিকার চালিয়ে গেছেন।

আরও পড়ুন


বাগেরহাটের ৯ উপজেলায় ৩ হাজার ২০২ জন শিক্ষার্থীর বাল্যবিয়ের শিকার

টানা ৫ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরে দিয়ে আমদানি-রপ্তানি

বাংলাদেশ পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কোম্পানীগঞ্জে তরুণীর মরদেহ উদ্ধার, প্রেমিকের বিরুদ্ধে মামলা


ভয়ংকর সাহসের পরিচয় দিয়েছেন সু-উচ্চ বৈদ্যুতিক পিলারের উপরে উঠে। উপর থেকে সেলফি ক্যামেরায় ছবি তুলেছেন ড্রোনের মতো। জীবন বাজি রাখা এসব স্টান্ট দেখে মুগ্ধ কুষ্টিয়ার মানুষ।

জীবনে এতো ঝুঁকি কেন নেন তামিম? বলেন, সাহস সঞ্চয় করে উঠতে চান হিমালয় চূড়ায়।

হিমালয় চূড়ায় ওঠার ব্যাপারে স্পন্সর ঠিক করে দিতে তামিমকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন অনেকে।

news24bd.tv এসএম