দ. চীন সাগরে 'অজ্ঞাত বস্তুর' সঙ্গে মার্কিন সাবমেরিনের সংঘর্ষ

দ. চীন সাগরে 'অজ্ঞাত বস্তুর' সঙ্গে মার্কিন সাবমেরিনের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিনের সঙ্গে 'অজ্ঞাত' বস্তুর সংঘর্ষ হয়েছে। এতে সাবমেরিনতির কয়েকজন ক্রু আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী এই তথ্য জানায়। খবর আল জাজিরার।

সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, গত শনিবার (২ অক্টোবর) সাবমেরিনটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমুদ্রের নিচ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তবে সাবমেরিনটি নিরাপদ ও অক্ষত অবস্থায় রয়েছে। এর নিউক্লিয়ার প্রোপালশন প্লান্ট ও স্পেসগুলোর কোনো ক্ষতি হয়নি, সেগুলো পুরোপুরি সচল রয়েছে।

তবে সাবমেরিনের সঙ্গে কীসের আঘাত লেগেছিল, কতজন আহত হয়েছেন, তাদের আঘাত কী ধরনের এসব বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

 

বার্তা সংস্থা রয়টার্সকে নামপ্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীন সাগরে এবং এতে ১৫ জনের কম আহত হয়েছেন। আহতদের বেশিরভাগের সামান্য কেটেছিঁড়ে গেছে ও দুজনের জখম মাঝারি ধরনের।

আরও পড়ুন:

বিশ্বের ৯০ দেশে নেটফ্লিক্স র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে 'স্কুইড গেম'

বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন শেষ, অপেক্ষা পরিবহন চলাচলের

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের বড় জয়


জানা যায়, ইউএসএস কানেক্টিকাট নামে অত্যাধুনিক সাবমেরিনটিতে ১৪ কর্মকর্তাসহ মোট ১৪০ জন ক্রু রয়েছেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভাষ্যমতে, এটি অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন, অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ও অত্যাধুনিক সেন্সরযুক্ত সাবমেরিন। এতে টর্পেডো টিউব রয়েছে আটটি।

সমুদ্রতলে সংঘর্ষের এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়ছে মার্কিন নৌবাহিনী।

news24bd.tv/ নকিব