সেরাম ইন্সটিটিউটের টিকা রপ্তানির অনুমোদন ভারত সরকারের

সেরাম ইন্সটিটিউটের টিকা রপ্তানির অনুমোদন ভারত সরকারের

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধী টিকা রপ্তানির জন্য সেরাম ইন্সটিটিউটকে (এসআইআই) অনুমোদন দিয়েছে ভারত সরকার। 'ভ্যাকসিন' মৈত্রী কর্মসূচির আওতায় বাংলাদেশ, নেপাল ও মিয়ানমার ১০ লাখ করে কোভিশিল্ড টিকা পাবে এবং ইরান ভারত বায়োটেকের ১০ লাখ টিকা পাবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।  

সেরাম ইনস্টিটিউট কোভিশিল্ডের ২০ কোটির বেশি ডোজ প্রতি মাসে উৎপাদন করতে সক্ষম।

চলতি অক্টোবর মাসেই ২২ কোটি ডোজ টিকা সরবরাহ করা সম্ভব হবে বলে ভারত সরকারকে জানায় তারা।

এর আগে, ভারতের স্বাস্থ্যমন্ত্রী, গত ২০ সেপ্টেম্বর এক ঘোষণার মাধ্যমে জানান, ভারত 'ভ্যাকসিন মৈত্রী' কর্মসূচির আওতায় অক্টোবরে উদ্বৃত্ত টিকা রপ্তানি পুনরায় শুরু করবে।

আরও পড়ুন:

বিশ্বের ৯০ দেশে নেটফ্লিক্স র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে 'স্কুইড গেম'

বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন শেষ, অপেক্ষা পরিবহন চলাচলের

দ. চীন সাগরে 'অজ্ঞাত বস্তুর' সঙ্গে মার্কিন সাবমেরিনের সংঘর্ষ

সদ্যোজাত সন্তানকে হাসপাতালে ফেলে প্রেমিকের সাথে মা উধাও


যার ফলে অবশেষে ভারত থেকে চুক্তি অনুযায়ী কেনা টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। গত বছরের চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৭০ লাখ ডোজ টিকা পায়।

তবে গত মার্চ মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে ভারতের পরিস্থিতির অবনতি ঘটলে দেশটি টিকা রপ্তানি স্থগিত করে দেয়। এর ফলে ৩ কোটি ডোজ টিকা কিনলেও তা আর বুঝে পায়নি বাংলাদেশ।

news24bd.tv/ নকিব