তিউনিশিয়ার রাজধানী তিউনিসে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৩৩ জন আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের দক্ষিণে এই ঘটনা ঘটেছে বলে জানায় সিএনএন।
এক প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যমের সূত্র দিয়ে সিএনএন জানায়, রাজধানীর মেগ্রিন রিয়াদ স্ট্রেশনের কাছে এই সংঘর্ষ ঘটে।
আরও পড়ুন:
বিশ্বের ৯০ দেশে নেটফ্লিক্স র্যাঙ্কিংয়ে এক নম্বরে 'স্কুইড গেম'
বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন শেষ, অপেক্ষা পরিবহন চলাচলের
দ. চীন সাগরে 'অজ্ঞাত বস্তুর' সঙ্গে মার্কিন সাবমেরিনের সংঘর্ষ
সদ্যোজাত সন্তানকে হাসপাতালে ফেলে প্রেমিকের সাথে মা উধাও
ঘটনাস্থলে ১০টি অ্যাম্বুলেন্স এবং একাধিক উদ্ধারকারী দল আহতদের উদ্ধারকাজে যোগ দেয়।
news24bd.tv/ নকিব