নোয়াখালীতে হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগ

নোয়াখালীতে হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগ

Other

নোয়াখালীর জেলা শহর হাসপাতাল সড়কে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে এক রোগী মারা যাওয়ার অভিযোগ উঠেছে।

নিহত কামাল উদ্দিন (৫০) সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শাহজাদপুর গ্রামের আব্দুল হকের ছেলে।

শুক্রবার সকালে দিকে মাদারল্যান্ড হসপিটালে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত কামাল উদ্দিন শুক্রবার সকালে বুকের ব্যাথা নিয়ে মাইজদী মাদারল্যান্ড হসপিটালে ভর্তি হন।

নিহতের পরিবার অভিযোগ করেন ভর্তির ৩ ঘণ্টা অতিক্রম হলেও তাকে কোনো চিকিৎসা না দিয়ে ফেলে রাখা হয়।

আরও পড়ুন:


পঞ্চম শ্রেণির ছাত্রী খালাতবোনকে রেস্টহাউজে নিয়ে ধর্ষণ

ঝালকাঠিতে দুর্বত্তদের এলোপাতাড়ি কোপে স্ত্রী নিহত, স্বামী আহত

আরিয়ানের ক্ষোভ, ‘পার্টিতে লোক ছিল ১৩০০, গ্রেপ্তার শুধু ১৭’

ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

হসপিটালে ডিউটিরত ডাক্তার ও নার্সরা নিজ নিজ কক্ষে ঘুমাচ্ছিলেন বলেও অভিযোগ করেন তারা। এ ঘটনায় নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাংচুর করার চেষ্টা করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারল্যান্ড হসপিটালের কর্তৃপক্ষ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, নিহত কামাল উদ্দিন হার্টের রোগী ছিলেন।

চিকিৎসা না পেয়ে মারা যাওয়ার ঘটনা মিথ্যাচার বলে মন্তব্য করেন তিনি।

সুধারাম মডেল থানার এসআই সুজন বিকাস চাকমা জানান, চিকিৎসার অভাবে একজন রোগী মারা গেছে। এমন অভিযোগের ভিত্তিতে আমরা হাসপাতালে এসেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

নোয়াখালী সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার জানান, খবর পেয়ে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা প্রাথমিকভাবে হার্টের সমস্যা বলে জেনেছে। তবে এই বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করব।

news24bd.tv/ তৌহিদ

সম্পর্কিত খবর