এবার ধরা টনি ব্লেয়ার পরিবার

এবার ধরা টনি ব্লেয়ার পরিবার

অনলাইন ডেস্ক

এবার ফেঁসে গেছেন টনি ব্লেয়ার এবং তার পরিবার। তাদের বিরুদ্ধেও তথ্য এসেছে প্যানডোরার থলে থেকে। লন্ডনে একটি অফিস ভবন কেনার সময় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী শেরি ব্লেয়ারের ৩ লাখ ১২ হাজার পাউন্ডের কর ফাঁকি দেওয়ার তথ্য প্যানডোরার নথিতে এসেছে। সেখানে বলা হয়েছে, তারা একটি অফশোর ফার্ম কিনেছিলেন, যার মালিকানায় ছিল ওই ভবনটি।

 

এদিকে আরও বলা হচ্ছে, ৬৪ লাখ ৫০ হাজার পাউন্ডের একটি ভবনের মালিক হয়েছিলেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং তার আইনজীবী স্ত্রী শেরি। কিন্তু এখানে নেওয়া হয়েছে অবৈধ পন্থা।   স্ট্যাম্প ডিউটি বাবদ প্রায় কয়েক লাখ পাউন্ড তাদের দিতে হয়নি বা তারা এড়িয়ে গেছেন সচেতনভাবে।  

আরও পড়ুন:


মমতার ভাগ্য নির্ধারণ আজ

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

করোনা প্রতিরোধে টিকার বিকল্প কোভিড পিলের পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য


 

আজারবাইজানের ক্ষমতাসীন অলিয়েভ পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের।

অর্থ লুকাতে এই পরিবার একটি বিশাল অফশোর নেটওয়ার্ক গড়ে তুলেছে। এই পরিবার এবং তাদের ঘনিষ্ঠ সহযোগীরা যুক্তরাজ্যে ৪০ কোটি পাউন্ডের। সম্পত্তি কেনাবেচায় কীভাবে জড়িত তা উঠে এসেছে, প্যান্ডোরার নথিতে।

news24bd.tv/আলী