ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজস্ব কর্মকর্তার মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজস্ব কর্মকর্তার মৃত্যু

অনলাইন ডেস্ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা সুমন চন্দ্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

শুক্রবার (৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুমন চন্দ্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ূন কবীর।

সুমন চন্দ্র ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সদর দফতরে নিরীক্ষা শাখায় কর্মরত ছিলেন।

সুমন চন্দ্রের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। তিনি ২০১৪ সালে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে চাকরিতে যোগদান করেন। মৃত্যুকালে তিনি ৩ মাসের একটি শিশু সন্তান ও স্ত্রী রেখে গেছেন।

এদিকে সুমন চন্দ্রের মৃত্যুতে কাস্টমস ও ভ্যাট বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ ও আত্মার শান্তি কামনা করছেন।

news24bd.tv এসএম

আরও পড়ুন


বউকে রেখেই পালিয়ে গেল বর

বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে প্রেমিক

ফোনে পরিচয়, ১৫ বছর বয়সী কিশোরীকে ডেকে নিয়ে দুজন মিলে ধর্ষণ

রোহিঙ্গা ক্যাম্পগুলো খুন, চাঁদাবাজি ও ধর্ষণসহ নানা অপরাধের অভয়ারণ্য