শুক্রবার করোনায় ব্রিটেনে মৃত্যু ১২৭, শনাক্ত ৩৬ হাজার ৬০

শুক্রবার করোনায় ব্রিটেনে মৃত্যু ১২৭, শনাক্ত ৩৬ হাজার ৬০

অনলাইন ডেস্ক

করোনায় ব্রিটেনে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়ে। এই সময়ে মারা গেছে ১২৭ জন। তবে এই ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৩৬ হাজর ৬০ জন।

গত বৃহস্পতিবার করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৪০ হাজার ৭০১ জন। আর বুধবার ছিলো ৩৯ হাজার ৮৫১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮০ লাখ ৮১ হাজার ৩০০ জনে।

বর্তমানে ব্রিটেনের হাসপাতালে করোনা রোগীর ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৮ জন।

আরও পড়ুন


আকর্ষণীয় বেতনে বিবিসি বাংলায় চাকরির সুযোগ

শনিবার রাজধানীর যে সব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় দুইজনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজস্ব কর্মকর্তার মৃত্যু


এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১২৭ জনের । গত বৃহস্পতিবার যা ছিলো ১২২ জনে। আর বুধবার ছিলো ১৪৩ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৫৪১ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯১ লাখ ১ হাজার ৭৩৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫১ লাখ ৭ হাজার ১৮৫ জন।

news24bd.tv এসএম