টিভির পর্দায় লাল রঙের পানীয় পান করতে পারবে না নারীরা

প্রতীকী ছবি

টিভির পর্দায় লাল রঙের পানীয় পান করতে পারবে না নারীরা

অনলাইন ডেস্ক

টেলিভিশনে দৃশ্য সম্প্রচারের ক্ষেত্রে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)। যার মধ্যে রয়েছে নারীদের পিজ্জা খাওয়া, লাল রঙের পানীয় পান, স্যান্ডউইচ খাওয়ার দৃশ্য ইত্যাদি। এমনকি নারীরা লেদারের গ্লাভসও পরতে পারবেন না। খবর ডেইলি মেইলের।

তবে শুধু নারীদের জন্যেই নয়, পুরুষদের জন্যেও রয়েছে নিষেধাজ্ঞা। কর্মক্ষেত্রে পুরুষেরা নারীদের চা ঢেলে দিচ্ছেন এমন দৃশ্য টেলিভিশনের পর্দায় প্রদর্শন করা যাবে না বলেও নাট্যনির্মাতাদের নির্দেশনা দিয়েছে আইআরআইবি।

আরও পড়ুন:

বিশ্বের ৯০ দেশে নেটফ্লিক্স র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে 'স্কুইড গেম'

বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন শেষ, অপেক্ষা পরিবহন চলাচলের

দ. চীন সাগরে 'অজ্ঞাত বস্তুর' সঙ্গে মার্কিন সাবমেরিনের সংঘর্ষ

সদ্যোজাত সন্তানকে হাসপাতালে ফেলে প্রেমিকের সাথে মা উধাও


এছাড়া ঘরোয়া পরিবেশে নারী-পুরুষরা একত্রে সমবেশ হয়েছে এমন ছবি বা দৃশ্য প্রচারের আগে আইআরআইবির কাছ থেকে ছাড়পত্র নিতে হবে বলে নতুন নির্দেশনায় বলা হয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তারা এরই মধ্যে চলচ্চিত্র, বিজ্ঞাপন ও নাট্য নির্মাতাদের এ সংক্রান্ত নীতিমালা জারি করেছেন।

news24bd.tv/ নকিব