নওগাঁয় নিজের ঘর থেকে আয়েশা সিদ্দিকা (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৯ অক্টোবর) সকালে সদর উপজেলার চকরামচন্দ্র এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ সদর উপজেলার মেহরাব হোসেনের স্ত্রী।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শুক্রবার রাতে স্বামী মেহরাব হোসেনের সাথে শ্বশুরবাড়ি থেকে খাওয়া-দাওয়া শেষ করে চকরামচন্দ্র নিজ বাসায় আসে আয়েশা।
আরও পড়ুন
স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি গেলেন রাষ্ট্রপতি
গোপালগঞ্জে ভয়াবহ মধুমতি নদী, ২৫টি দোকানসহ নদীগর্ভে শহর রক্ষা বাঁধ
শুক্রবার করোনায় ব্রিটেনে মৃত্যু ১২৭, শনাক্ত ৩৬ হাজার ৬০
আকর্ষণীয় বেতনে বিবিসি বাংলায় চাকরির সুযোগ
ওসি নজরুল ইসলাম আরও জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
news24bd.tv এসএম