চূড়ান্ত হল আইপিএল প্লে-অফের চার দল

চূড়ান্ত হল আইপিএল প্লে-অফের চার দল

অনলাইন ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর প্লে-অফের চূড়ান্ত সূচি নিশ্চিত হয়েছে। তিন দল অবশ্য আগেই প্লে-অফ নিশ্চিত করেছিল, অপেক্ষা ছিল মুম্বাই বনাম হায়দ্রাবাদ ম্যাচটির জন্য। গাণিতিক হিসাবনিকাশে মুম্বাই বাদ পড়ায় চতুর্থ দল হিসেবে কলকাতাই জায়গা করে নিয়েছে প্লে-অফে।

রোববার থেকে শুরু হবে প্লে-অফ রাউন্ড।

যেখানে কোয়ালিফায়ার-১ ম্যাচে মুখোমুখি হবে টেবিলের শীর্ষে থাকা দুই দল চেন্নাই ও দিল্লি। পরদিন এলিমিনেটর ম্যাচে লড়বে তিনে থাকা ব্যাঙ্গালুরু ও চার নম্বরে থাকা কলকাতা।  

কোয়ালিফায়ার-১ ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দলটি বাদ পড়বে না।

তারা অপেক্ষায় থাকবে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের। এ দুই দলের মধ্যে হবে কোয়ালিফায়ার-২ এর লড়াই হবে। সেই ম্যাচের জয়ী দল পাবে ফাইনালের দ্বিতীয় টিকিট।  

আগামী ১৫ অক্টোবর হবে এবারের আসরের ফাইনাল ম্যাচ।

আইপিএল প্লে-অফের সূচি

প্রথম কোয়ালিফায়ার
১০ অক্টোবর - দিল্লি ক্যাপিট্যালস বনাম চেন্নাই সুপার কিংস (রাত ৮টা)

এলিমিনেটর
১১ অক্টোবর - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স (রাত ৮টা)

দ্বিতীয় কোয়ালিফায়ার
১৩ অক্টোবর - এলিমিনেটর জয়ী বনাম প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল (রাত ৮টা)

ফাইনাল
১৫ অক্টোবর - প্রথম কোয়ালিফায়ার জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী (রাত ৮টা)

আরও পড়ুন:

বিশ্বের ৯০ দেশে নেটফ্লিক্স র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে 'স্কুইড গেম'

টিভির পর্দায় লাল রঙের পানীয় পান করতে পারবে না নারীরা

দ. চীন সাগরে 'অজ্ঞাত বস্তুর' সঙ্গে মার্কিন সাবমেরিনের সংঘর্ষ

সদ্যোজাত সন্তানকে হাসপাতালে ফেলে প্রেমিকের সাথে মা উধাও


news24bd.tv/ নকিব