শাহ আমানত বিমানবন্দরে ৯ কেজি সোনাসহ সিকিউরিটি গার্ড আটক

শাহ আমানত বিমানবন্দরে ৯ কেজি সোনাসহ সিকিউরিটি গার্ড আটক

Other

চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি স্বর্ণেরবারসহ সিভিল এভিয়েশন এক সিকিউরিটি গার্ডকে আটক করেছে এনএস আই ও শুল্ক গোয়েন্দারা।

শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে স্বর্ণের বারসহ ওই কর্মকর্তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান। এসময় তিনি জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে স্বর্ণের এই চালানটি আসে।

আরও পড়ুন


প্রেমিকার সঙ্গে হোটেলে শারীরিক সম্পর্ক, সকালে পালালো যুবক

দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত স্কুলছাত্রী নিখোঁজ

নওগাঁয় নিজের ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার


এরপর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৯টার দিকে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটি বেলালকে আটক করে এবং তার কাছ থেকে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করে।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে শুল্ক কর্মকর্তারা। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

news24bd.tv এসএম