নিলামে ২৯ কোটি টাকার চশমা!

নিলামে ২৯ কোটি টাকার চশমা!

অনলাইন ডেস্ক

ভারতের মুঘল আমলের এক জোড়া চশমা নিলামে উঠছে। চশমা দুটি হীরা ও পান্না দিয়ে তৈরি। লন্ডনের সোথিবে নিলাম হাউসে চলতি মাসেই চশমা দুটি নিলামে তোলা হবে। খবর বিবিসির।

নিলাম হাউসটি জানায়, মুঘল আমলে ১৮৯০ সালের দিকে এই চশমা তৈরি করা হয়। নিলামে প্রতিটি চশমা ২০ থেকে ৩৪ লাখ ডলারে বিক্রি হওয়ার আশা করা হচ্ছে। বাংলাদেশী মুদ্রায় যার মূল্য ২৯ কোটি টাকা।

সোথিবের মধ্যপ্রাচ্য ও ভারতের চেয়ারম্যান এডওয়ার্ড গিবস বলেন, এই অসাধারণ কারুশিল্প আগে কখনও দেখা যায়নি।

তবে বিরল এই চশমা কারা ব্যবহার করতেন তা জানা যায়নি।  

আরও পড়ুন:

বিশ্বের ৯০ দেশে নেটফ্লিক্স র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে 'স্কুইড গেম'

টিভির পর্দায় লাল রঙের পানীয় পান করতে পারবে না নারীরা

দ. চীন সাগরে 'অজ্ঞাত বস্তুর' সঙ্গে মার্কিন সাবমেরিনের সংঘর্ষ

সদ্যোজাত সন্তানকে হাসপাতালে ফেলে প্রেমিকের সাথে মা উধাও


এক বিবৃতিতে বলা হয়, হীরা ও পান্না কেটে চশমা দুটি তৈরি করা হয়। রত্নগুলোর মান ও বিশুদ্ধতা অনন্য। এই পাথর যে সম্রাটের সংগ্রহ, এতে সন্দেহ নেই। চশমার এ ধরনের নমুনা প্রাচীন রোমান সাম্রাজ্যে দেখা যায়। রোমান সম্রাট নিরো মূল্যবান সবুজ পাথরের চশমা পরে গ্লাডিয়েটরদের যুদ্ধ দেখতেন।

news24bd.tv/ নকিব