টেক্সাসে গর্ভপাত নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বহাল, বিক্ষোভ

টেক্সাসে গর্ভপাত নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বহাল, বিক্ষোভ

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আপিল কোর্ট টেক্সাসের গর্ভপাত নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বহাল করেছে। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের একটি অনুরোধে রাজ্যটির পঞ্চম সার্কিট কোর্ট অফ আপিল আইনটির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছে। খবর বিবিসির।

বুধবার, রাজ্যটির নিম্ন আদালত গর্ভপাতের সাংবিধানিক অধিকার নিয়ে বিলটি সাময়িকভাবে নিষিদ্ধ করে।

গর্ভাবস্থার ছয় সপ্তাহের পর সকল ধরণের গর্ভপাত আইনটিতে নিষিদ্ধ করা হয়।  

এতে কেউ যদি গর্ভপাত করে বা এর সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। এমনকি এতে ধর্ষণের ফলে জন্ম নেয়া বাচ্চাকেও গর্ভপাতের মাধ্যমে নষ্ট করে ফেলা যাবে না বলে জানানো হয়।

এদিকে সেন্টার ফর রিপ্রোডাকটিভ রাইটসের প্রেসিডেন্ট ন্যান্সি নরথাপ সুপ্রীম কোর্টের প্রতি এই আইনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান করেন।

তিনি বলেন, রোগীরা একটি বিশৃঙ্খল এবং ভয়ার্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এই নিষ্ঠুর আইনটি অনেকের জন্যেই বিপদ ডেকে আনবে, বিশেষত কালো, আদিবাসি, বৈদেশিক আশ্রয়প্রার্থী, তরুণী এবং প্রান্তিক জনগণ।

আরও পড়ুন:

সকাল ৬টায় উঠছেন শাহরুখপুত্র, খাচ্ছেন ডাল-ভাত-রুটি

টিভির পর্দায় লাল রঙের পানীয় পান করতে পারবে না নারীরা

প্রেমিকার সঙ্গে হোটেলে শারীরিক সম্পর্ক, সকালে পালালো যুবক

দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা


তিনি আরও বলেন, মৌলিক অধিকার লঙ্ঘন করে এমন যেকোন আইনকে নিষিদ্ধ করতে হবে।

এদিকে অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি টেক্সাস থেকে গর্ভপাত বন্ধের এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

news24bd.tv/ নকিব