খুব দ্রুত পরমাণু আলোচনা আবার শুরু করবে ইরান : পররাষ্ট্র মন্ত্রণালয়

খুব দ্রুত পরমাণু আলোচনা আবার শুরু করবে ইরান : পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমীর-আব্দুল্লহিয়ান বলেছেন, তেহরানের পরমাণু চুক্তি বিষয় এতদিন বন্ধ ছিলো। তবে এই আলোচনা খুব শিগগিরই শুরু করা হবে। এই খবর জানিয়েছে আরব নিউজ।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের চুক্তি থেকে বের হয়ে যান।

এরপরই ইউরোপের মধ্যস্থতায় বিভিন্ন আলোচনার মাধ্যমে দেশটিকে এই আন্তর্জাতিক পরমাণু চুক্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি পূর্ণ সমর্থন আদায়েরও চেষ্টা করা হচ্ছে।


আরও পড়ুন:

সকাল ৬টায় উঠছেন শাহরুখপুত্র, খাচ্ছেন ডাল-ভাত-রুটি

টিভির পর্দায় লাল রঙের পানীয় পান করতে পারবে না নারীরা

প্রেমিকার সঙ্গে হোটেলে শারীরিক সম্পর্ক, সকালে পালালো যুবক

দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা


ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির কথা উল্লেখ করে গতকাল শুক্রবার নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির এবিষয়ে কথা বলেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা বর্তমানে ভিয়েনা আলোচনার বিভিন্ন নথি পর্যালোচনা করছি এবং ইরানের খুব শিগগির শুরু হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খতিবজাদেহ কখন ইরান তার পর্যালোচনা শেষ করবেন তার সঠিক তারিখ প্রদান করেননি, তবে আশ্বাস দেন যে জো বাইডেন প্রশাসনের ভিয়েনা আলোচনায় যোগদানের জন্য অপেক্ষা করার চেয়ে এই আলোচনা শুরু করা বেশি জরুরি। 

নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক সিনিয়র কর্মকর্তা বলেন, খুব শিগগির বলতে বোঝানো হয়েছে, কয়েক দিন হতে পারে বা কয়েক সপ্তাহ হতে পারে।

 news24bd.tv/এমি-জান্নাত