কঙ্গো নদীতে নৌকাডুবি : ১০০ এর বেশি নিহত

কঙ্গো নদীতে নৌকাডুবি : ১০০ এর বেশি নিহত

অনলাইন ডেস্ক

গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দেশ কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে নৌকাডুবিতে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় মঙ্গালা প্রদেশে ঘটেছে এই ঘটনা।
 
সেখানকার মঙ্গালা প্রাদেশিক সরকারের মুখপাত্র নেস্তর মাগবাদো শনিবার সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এই খবরটি প্রকাশ করেছে আলজাজিরা।

মাগবাদো বলেন, গত মঙ্গলবার মধ্যরাতের দিকে ইঞ্জিনচালিত কাঠের নৌকাটি ডুবে যায়। সেটিতে সে সময় যাত্রী ছিল ১৫৯ জন। তাদের মধ্যে বর্তমানে জীবিত আছে ৩৯ জন।


আরও পড়ুন:

মা নোংরা পথে চলে গেছে, তাই খুন করে পুঁতে দিয়েছি!

সকাল ৬টায় উঠছেন শাহরুখপুত্র, খাচ্ছেন ডাল-ভাত-রুটি

টিভির পর্দায় লাল রঙের পানীয় পান করতে পারবে না নারীরা

প্রেমিকার সঙ্গে হোটেলে শারীরিক সম্পর্ক, সকালে পালালো যুবক


বাকি ১২০ জনের মধ্যে ৫১ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ৬৯ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।

তিনি জানান, প্রতিকূল আবহাওয়া এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এটি ডুবে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 news24bd.tv/এমি-জান্নাত    

এই রকম আরও টপিক