অন্ধকারে ডুবতে চলেছে দিল্লি

অন্ধকারে ডুবতে চলেছে দিল্লি

অনলাইন ডেস্ক

অন্ধকারে ডুবার শঙ্কায় পড়েছে ভারতের রাজধানী দিল্লি।  দু’দিনের মধ্যে কয়লা না পেলে বন্ধ হতে পারে শহরটির বিদ্যুৎ কেন্দ্রগুলি।  

শনিবার এমন সতর্কবার্তা দিয়েছেন দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন। মন্ত্রী বলেন, ন্যূনতম এক মাসের কয়লা মজুত থাকা উচিত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে।

কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা মজুত রয়েছে এক দিনের মতো।


আরও পড়ুন:

কঙ্গো নদীতে নৌকাডুবি : ১০০ এর বেশি নিহত

মা নোংরা পথে চলে গেছে, তাই খুন করে পুঁতে দিয়েছি!

সকাল ৬টায় উঠছেন শাহরুখপুত্র, খাচ্ছেন ডাল-ভাত-রুটি

টিভির পর্দায় লাল রঙের পানীয় পান করতে পারবে না নারীরা


এর মধ্যে যদি কয়লা সরবরাহ না করা হয়, তা হলে ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হবে দিল্লীতে। দেশে মোট ১৩৫টি কয়লা নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যার ৭০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে এই কেন্দ্রগুলি।

news24bd.tv/এমি-জান্নাত