দ্বিতীয়বার ট্রায়াল সম্পন্ন করলো মেট্রোরেল

Other

আরও একটি স্টেশন অতিক্রম করলো মেট্রোরেল। এবার বিদ্যুত চালিত এই রেল চলাচল করলো পঞ্চম স্টেশন অর্থাৎ মিরপুর পূরবী পযর্ন্ত। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান-আগামী ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক চলাচল করবে মেট্রোরেল।  

রাজধানীর বুকে ভায়াডাক্টের ওপর দিয়ে মেট্রোরেলের এমন চলাচল – নতুন কিছু নয়।

এর আগে গত ২৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে উত্তরা ডিপো থেকে মিরপুর পল্লবী, ৪ নম্বর স্টেশন পরীক্ষামূলকভাবে প্রদক্ষিন করে মেট্রোরেল।

এবার চললো আরেকটু বেশি। পঞ্চম স্টেশন পযর্ন্ত। শনিবার সকাল ১১টার পরে উত্তরা ডিপো থেকে মিরপুর পূরবীর ৫ নম্বর স্টেশন পযর্ন্ত চলাচল করে মেট্রোরেল।

একেকটি স্টেশন প্রস্তুত হওয়া সাপেক্ষে সেই স্টেশন পযন্ত চলাচল করবে বিদ্যুত চালিত এই রেল। কর্তৃপক্ষ জানিয়েছে- আসছে ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলকভাবে আগারগাও পযর্ন্ত চলাফেরা করতে পারবে মেট্রো।

আরও পড়ুন:


ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি


 

এরইমধ্যে পুরো প্রকল্পের অগ্রগতি ৭০ ভাগ। আর উত্তরা থেকে আগারগাও পযন্ত পূর্ত কাজ শেষ ৮৮ ভাগ। এই অংশে নিচের বেশিরভাগ কাজ শেষ। বসে গেছে রেল ট্র্যাক। ভায়াডাক্টের ওপর বৈদ্যুতিক লাইন ও  স্টেশন নির্মান এগুচ্ছে। আশা-আগামী বছরের ডিসেম্বরে যাত্রী নিয়ে অন্ত:ত উত্তরা থেকে আগারগাও চলবে দেশের প্রথম মেট্রো।          

news24bd.tv/আলী