তাইওয়ানের সঙ্গে পুনর্মিলনের অঙ্গীকার শি জিনপিং এর

তাইওয়ানের সঙ্গে পুনর্মিলনের অঙ্গীকার শি জিনপিং এর

অনলাইন ডেস্ক

তাইওয়ানের সঙ্গে পুনর্মিলনের অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের শেষ সাম্রাজ্যবাদী রাজবংশকে বিপ্লবের মাধ্যমে উৎখাতের ১১০তম বার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক বক্তব্যে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

তবে শান্তিপূর্ণ পুনর্মিলন চান শি জিনপিং। তিনি বলেন, এজন্য প্রয়োজন একটি দেশ-দুটি ব্যবস্থা নীতির।

যেমনটি চলছে হংকংয়ে। চীনা প্রেসিডেন্ট বলেন,  মাতৃভূমির একত্রিকরণের সবচেয়ে বড় বাধা তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদ।

আরও পড়ুন:

কঙ্গো নদীতে নৌকাডুবি : ১০০ এর বেশি নিহত

মা নোংরা পথে চলে গেছে, তাই খুন করে পুঁতে দিয়েছি!

সকাল ৬টায় উঠছেন শাহরুখপুত্র, খাচ্ছেন ডাল-ভাত-রুটি

টিভির পর্দায় লাল রঙের পানীয় পান করতে পারবে না নারীরা

এটি চীনাদের জাতীয় পুনরুজ্জীবনের জন্য মারাত্মক হুমকি বলেও মন্তব্য করেন তিনি। যদিও চীনের একটি দেশ-দুটি ব্যবস্থা নীতি বরাবরের প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান।

news24bd.tv/এমি-জান্নাত