মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানি সামনে রেখে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরপাক খায় অনেকের মনেকোরবানির আগে কি চুল ও নখ কাটা যাবে? ইসলামিক শরিয়াহ অনুযায়ী, যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, তাদের জন্য রয়েছে একটি নির্দিষ্ট বিধান। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর হাদিস অনুযায়ী, জিলহজ মাসের প্রথম দশদিনের মধ্যে কোরবানির নিয়ত করা ব্যক্তি চুল ও নখ কাটা থেকে বিরত থাকবেন। সহীহ মুসলিম শরীফে বর্ণিত রয়েছে উম্মে সালমা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, যখন জিলহজ মাসের দশদিন শুরু হয় এবং তোমাদের কেউ কোরবানি করতে চায়, তখন সে যেন তার চুল ও শরীরের কোনো অংশ না কাটে। (সহীহ মুসলিম, হাদিস: ১৯৭৭) এই নির্দেশনাটি মূলত কোরবানি করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের এক ধরনের প্রস্তুতি ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক। আরও পড়ুন বাংলাদেশে ঈদ কবে, জানা যাবে কাল...
কোরবানির কতদিন আগে চুল-নখ কাটতে হয়?
অনলাইন ডেস্ক

শরিয়ত মানুষের অধিকার রক্ষা করে
অনলাইন ডেস্ক

সম্প্রতি বাংলাদেশের একজন বুদ্ধিজীবী কবি ইসলামী শরিয়ত নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। এক অনুষ্ঠানে তাকে বলতে শোনা গেছে, শরিয়াহ মানুষের অধিকার হরণ করে। শরিয়তে কোরআন বিরোধী অনেক কিছু আছে। তার এমন বিতর্কিত মন্তব্যে প্রাজ্ঞ আলেমদের হতবাক করেছে, ব্যথিত করেছে। কেননা ইসলামের প্রায়োগিক দিকগুলো ও বিধি-বিধানকে শরিয়ত বলা হয়। শরিয়তের প্রধান উৎস কোরআন ও সুন্নাহ। কোরআন ও সুন্নাহই ইসলামী শরিয়তের প্রধান ভিত্তি। কোরআন ও শরিয়তকে মুখোমুখী দাঁড় করানো নিতান্তই বোকামি ও নির্বুদ্ধিতা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবু বকর মুহাম্মাদ জাকারিয়া বলেন, শরিয়তে কোরআন বিরোধী অনেক বিষয় আছে- অভিযোগটি ডাহা মিথ্যা কথা। যারা ইসলামী শরিয়তকে কোরআন বিরোধী বলেছে তাদের সমস্যা সম্ভবত দুটি। প্রথমত তারা হয়ত...
রাজকীয় আমন্ত্রণে হজ করবেন ১৩শ হাজি
অনলাইন ডেস্ক

সৌদি আরবের বাদশাহর রাজকীয় আমন্ত্রণে এ বছর হজ করবে ১৩ শ হাজি। বিশ্বের একশ দেশ থেকে তাদের আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রিত হাজিদের ভেতর পুরুষের পাশাপাশি নারী হাজিও থাকবে। তারা রাজকীয় ব্যবস্থাপনায় হজ, ওমরাহ ও দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করবে। সার্বিক ব্যবস্থাপনায় থাকবে দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে হাজিদের আমন্ত্রণ জানাতে ও যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল-আলশেখ এই নির্দেশের জন্য বাদশাহ সালমান ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি তাদের প্রশংসা করে বলেন, এই নির্দেশ মুসলিম জাতির প্রতি সৌদি নেতৃত্বের নিষ্ঠার প্রমাণ। এর মাধ্যমে মুসলিম বিশ্বে সৌদি আরবের অবস্থান সুসংহত হবে। মন্ত্রী আল-আলশেখ আরো বলেন,...
হজ করতে সাইকেলে ১৩ দেশ পাড়ি
নিহার মামদুহ

টানা তিন মাস সাইকেল চালিয়ে সৌদি আরবে পৌঁছেছেন আনাস আল রাজকি। ২৬ বছর বয়সী আল রাজকি বেলজিয়ামের নাগরিক। নিজ দেশ থেকে সৌদি আরবে পৌঁছাতে তাঁকে পাড়ি দিতে হয়েছে সাত হাজার কিলোমিটার রাস্তা এবং ১৩টি দেশের সীমানা। যার মধ্যে আছে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, বসনিয়া ও জর্ডান। দীর্ঘ দিনের স্বপ্ন পূরণের জন্যই তিনি এই দুঃসাহসী অভিযাত্রা শুরু করেন। তিনি জর্ডান সংলগ্ন সেৌদি আরবের হালাত আম্মার সীমানা দিয়ে দেশটিতে প্রবেশ করেন। আনাস আল রাজকি বলেন, গত মার্চে পবিত্র রমজানে শুরু হয়েছিল তার পবিত্র যাত্রা। নিজের দীর্ঘ যাত্রা সম্পর্কে তিনি বলেন, এটা একটা স্বপ্ন। আমি কখনো ভাবিনি আমি মক্কা পৌঁছাতে পারব। আমি সৌদি আরবে পৌঁছে আনন্দ অনুভব করছি। তিনি যাত্রাপথে মানুষের সহযোগিতার বর্ণনা দিয়ে বলেন, তারা আমাকে যাত্রা অব্যাহত রাখতে অনুপ্রাণিত করেছেন। আমার বার বার মনে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর