কিশোরীকে গাছে বেধে নির্যাতন, ভিডিও ভাইরাল

কিশোরীকে গাছে বেধে নির্যাতন, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

মাত্র দুইশ টাকা চুরির অপবাদে এক কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। ইতিমধ্যে নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জয়পুরহাটের ক্ষেতলালে শনিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধনতলা বাজারে এ ঘটনাটি ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধনতলা বাজারের চা বিক্রেতা আবু বক্করের স্ত্রী বেলি স্থানীয় এক কিশোরীকে বাজারের পাশে একটি গাছে ছাগল বাঁধার দড়ি দিয়ে বেঁধে মারপিট করে।

বেলি বেগম দাবি করেন, ওই কিশোরী তার বাড়ি থেকে দুইশ টাকা চুরি করেছে। তবে এসময় ওই কিশোরী চিৎকার করে টাকা চুরির কথা অস্বীকার করে ও কাঁদতে থাকে।  

একজন ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
 
স্থানীয় সূত্রে আরও জানা যায়, বেলি বেগম চুরির ঘটনার কোনো প্রমাণ দিতে পারেনি।

 

আরও পড়ুন:


‘তদবির’ করার আগে দেখা করতেই লাগত এক লাখ!

৬৮ বছর পর রাষ্ট্রীয় বিমান এয়ার ইন্ডিয়া আবারও কিনলো টাটা সন্স

বিশ্রামে সতেজ হওয়ার চেষ্টা

উত্তেজিত হয়েই এলোমেলোভাবে ৬ ছাত্রের চুল কেটে দেন সেই মাদরাসা শিক্ষক


এছাড়া, এ ব্যাপারে মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শামীম বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে ব্যস্ততা থাকায় ঘটনাস্থলে যেতে পারি নি।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

news24bd.tv রিমু