জনপ্রতি ২৮ হাজার টাকায় ৬ জেলের মুক্তি

জনপ্রতি ২৮ হাজার টাকায় ৬ জেলের মুক্তি

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে অপহৃত ৬ জেলে জনপ্রতি ২৮ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তিনদিন পর বাড়ি ফিরেছেন। সকালে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বলেশ্বর নদ তীরবর্তী ক্ষেতাছিড়া জেলেপল্লীতে ফিরে আসেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আফজাল হোসেন।

ফেরত আসা জেলেরা হলেন-  মঠবাড়িয়ার উপজেলার ক্ষেতাছিড়া জেলেপল্লীর মৃত হাসেম শরীফের পুত্র জেলে বাদল(৫০),তার ছেলে এমরান শরীফ(১৭),মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ হালি হাওলাদার(২৫),রাসেল হাওলাদার(১৮),মোফাজ্জেল হাওলাদার(৩০) ও মনির হোসেন মৃদ্ধা(২৮)।

জেলে পরিবার সূত্রে জানা যায়, গেল বৃহস্পতিবার (২৪মে) উপজেলার ক্ষেতাছিড়া জেলেপল্লীর ৬ জেলে তিনটি ছোট ট্রলারযোগে সুন্দরবন সংলগ্ন ছাপড়াখালী ও চানমিয়াখালীর শ্যাওলা দুধমুখী নদীর পশ্চিম দিকে মাছ শিকারে বের হয়।

এ সময় ১১-১২ জনের একটি জলদস্যু বাহিনী ৬ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীনে আটকে রাখে। পরে পরিবারের সদস্যদের ফোন করে মুক্তিপণ দাবি করে। অপহরণের খবর পুলিশকে জানালে জেলেদের হত্যার হুমকিও দেওয়া হয়।

বাধ্য হয়ে অপহরণের বিষয়টি চাপা রেখে জনপ্রতি ২৮হাজার টাকা মুক্তিপণ দিয়ে তিনদিন পর বাড়ি ফেরেন জেলারা।  

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম ছরোয়ার জানান, বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মৌখিকভাবে অবহিত করেছেন। ঘটনাস্থল শরণখোলা রেঞ্জের আওতায় পড়েছে। তারপরেও এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

ইমন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর