ছাত্রীদের খাওয়ানো হবে আয়রন ট্যাবলেট

ছাত্রীদের খাওয়ানো হবে আয়রন ট্যাবলেট

অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সম্মতি পেলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের আয়রন ট্যাবলেট খাওয়ানো হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

গতকাল শনিবার মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের সম্মেলন কক্ষে জেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, একদিকে পাঠদান চলবে। অন্যদিকে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় এটি খুবই গুরুত্বপূর্ণ।

আশা করছি, এ মাসের শেষের দিকে এ কার্যক্রমটি শুরু করা যাবে। আরেকটি কার্যক্রম হলো শিক্ষার্থীদের পুষ্টি কেমন আছে সেটা জানার জন্য (বিএমআই) উচ্চতা, ওজন নির্ণয় করার উদ্যোগ নিয়েছি।  

কৈশরকালীন পুষ্টি নিশ্চিত করতেই ছাত্রীদের প্রতি সপ্তাহে একটি করে আয়রন ট্যাবলেট খাওয়ানো হবে বলে জানান মাউশির মহাপরিচালক।    

আরও পড়ুন:


‘তদবির’ করার আগে দেখা করতেই লাগত এক লাখ!

৬৮ বছর পর রাষ্ট্রীয় বিমান এয়ার ইন্ডিয়া আবারও কিনলো টাটা সন্স

বিশ্রামে সতেজ হওয়ার চেষ্টা

উত্তেজিত হয়েই এলোমেলোভাবে ৬ ছাত্রের চুল কেটে দেন সেই মাদরাসা শিক্ষক


ড. গোলাম ফারুক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হচ্ছে কিনা, তা দেখার জন্যই সারা দেশের স্কুলগুলোতে সফর করা হচ্ছে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

news24bd.tv রিমু

এই রকম আরও টপিক