হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের আমদানি বাড়লেও কমছে না দাম

হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের আমদানি বাড়লেও কমছে না দাম

Other

দেশের বাজারে প্রচুর চাহিদা থাকায় ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে কাঁচা মরিচের আমদানি। আমদানি বাড়লেও পাইকারী ও খুচরা বাজারে কমছে না কাঁচা মরিচের দাম।

দেশে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়া ও বাজারে চাহিদা বাড়ায় এই পণ্যটির দাম ঊর্ধ্বমুখী।  তবে আমদানি স্বাভাবিক থাকায় দাম কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

হিলির পাইকারী ও স্থানীয় খুচরা বাজারে আমদানিকৃত কাঁচা মরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে। এদিকে আমদানিকৃত বেশির ভাগ কাঁচা মরিচ সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

আরও পড়ুন


রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

প্রেমের সম্পর্ক গড়ে ১৩ বছর বয়সী কিশোরীকে দুদিন ধরে ধর্ষণ

নির্বাচন কমিশন নিয়ে রাজনীতিতে আবারও উত্তাপ, যা বলছে বিএনপি-আ.লীগ

পল্লবী থেকে উধাও হওয়া সেই ৩ বান্ধবীকে দেওয়া হল পরিবারের জিম্মায়


দিনাজপুরের হিলি স্থলবন্দরের তথ্যমতে, গত সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরুর পর থেকে ৯ কর্ম দিবসে ভারতীয় ৪৯ ট্রাকে ৩শ ৬১ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেছে ব্যবাসায়ীরা।

এদিকে প্রতিকেজি কাঁচা মরিচ আমদানিতে শুল্ক গুনতে হচ্ছে ২১ টাকা।

আর কিছু দিনের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে জানান হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

news24bd.tv এসএম