কৃষক হত্যার অভিযোগে ভারতে মন্ত্রীপুত্র গ্রেপ্তার

কৃষক হত্যার অভিযোগে ভারতে মন্ত্রীপুত্র গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

হত্যার অভিযোগে আটক হয়েছেন ভারতের মোদি সরকারের জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। ৯ জনকে হত্যার অভিযোগে তাকে আটক করা হয়। খবর আল জাজিরার।

পুলিশ কর্মকর্তা উপেন্দ্র আগারওয়াল বলেছেন, শনিবার আশিস মিশ্রকে আটক করে হেফাজতে রাখা হয়েছে।

কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে চার কৃষক ও এক সাংবাদিকসহ মোট ৯ জনকে হত্যার অভিযোগ রয়েছে মন্ত্রীপুত্রের বিরুদ্ধে।

আরও পড়ুন:

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

প্রেমের সম্পর্ক গড়ে ১৩ বছর বয়সী কিশোরীকে দুদিন ধরে ধর্ষণ

নির্বাচন কমিশন নিয়ে রাজনীতিতে আবারও উত্তাপ, যা বলছে বিএনপি-আ.লীগ

পল্লবী থেকে উধাও হওয়া সেই ৩ বান্ধবীকে দেওয়া হল পরিবারের জিম্মায়


গত রবিবার বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন লখিমপুর খেরি জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এসময় আশিস মিশ্রের একটি গাড়ি বিক্ষোভকারীদের গায়ের উপর দিয়ে চালিয়ে দেয়ার অভিযোগ জানিয়েছে কৃষক সংস্থাগুলো।

তারা অভিযোগ জানায়, সেসময় আশিস মিশ্র গাড়ির ভেতরেই ছিলেন।

অভিযোগ অস্বীকার করে মন্ত্রী অজয় মিশ্র বলেন, ঘটনার সময়ে তার পুত্র ঘটনাস্থলে ছিলেন না। বিক্ষোভের সময়ে কৃষকেরা লাঠি ও তলোয়ার নিয়ে তাদেরকে পাথর ছুঁড়ে আক্রমণ করলে 'তাদের ড্রাইভার' গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় এই ঘটনা ঘটে।

এই ঘটনার পর ড্রাইভার ও বিজেপির তিন সদস্য বিক্ষোভকারীদের হাতে গণপিটুনিতে নিহত হন।  

গ্রেপ্তারের পর পুলিশ অফিসার আগারওয়াল জানান, আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি উঠিয়ে দেয়া তিনটি গাড়ির একটিতেও আশিস উপস্থিত ছিলেন না এমন প্রমাণ দেখাতে সে ব্যর্থ হয়েছে।

ভারতের উচ্চ আদালত আশিস মিশ্রকে গ্রেপ্তার না করায় সমালোচনার পরদিন তাকে গ্রেপ্তার করা হল।

news24bd.tv/ নকিব