৬ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

৬ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

অনলাইন ডেস্ক

টানা ৬ দিন দেশের একমাত্র বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই ঘোষণা করা হয়েছে।

রোববার (১০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন:


রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

প্রেমের সম্পর্ক গড়ে ১৩ বছর বয়সী কিশোরীকে দুদিন ধরে ধর্ষণ

নির্বাচন কমিশন নিয়ে রাজনীতিতে আবারও উত্তাপ, যা বলছে বিএনপি-আ.লীগ

পল্লবী থেকে উধাও হওয়া সেই ৩ বান্ধবীকে দেওয়া হল পরিবারের জিম্মায়


ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ আলোচনা সাপেক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চতুর্দশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) এ বন্দর দিয়ে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ৬ দিন আমদানি-রফতানি ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৭ অক্টোবর শনিবার থেকে দুদেশের মধ্যে ব্যবসায়ী কার্যক্রম যথারীতি চলবে।

ইমিগ্রেশন ওসি নজরুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

news24bd.tv/ কামরুল