দিনাজপুরে চড়ারহাট গণহত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী

দিনাজপুরে চড়ারহাট গণহত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী

Other

দিনাজপুরের নবাগঞ্জের চড়ারহাটের গণহত্যা দিবস ও শহীদদের স্মরণে একটি শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

আজ রোববার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার ব্যানারে একটি শোক র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।  

পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি দিহান আহমেদ, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

 

আরও পড়ুন:


রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

প্রেমের সম্পর্ক গড়ে ১৩ বছর বয়সী কিশোরীকে দুদিন ধরে ধর্ষণ

নির্বাচন কমিশন নিয়ে রাজনীতিতে আবারও উত্তাপ, যা বলছে বিএনপি-আ.লীগ

পল্লবী থেকে উধাও হওয়া সেই ৩ বান্ধবীকে দেওয়া হল পরিবারের জিম্মায়


বক্তব্যে ছাত্র নেতারা বলেন, যাদের রক্তে কেনা আমাদের এই স্বাধীনতা সেই শহীদের স্মরণে আজকের এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করতে হবে।  

১৯৭১ সালে ১০ অক্টোবর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ২শ জনকে একদিনে হত্যা করে পাকহানাদার বাহিনী।  

news24bd.tv/ কামরুল