রাস্তায় পড়ে থাকা কন্টেইনার থেকে ১২৬ অভিবাসী উদ্ধার

রাস্তায় পড়ে থাকা কন্টেইনার থেকে ১২৬ অভিবাসী উদ্ধার

অনলাইন ডেস্ক

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় রাস্তার পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত কন্টেইনার থেকে ১২৬ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় রবিবার (১০ অক্টোবর) ভোরে স্থানীয় লোকজন কন্টেইনারের ভেতর থেকে কান্নাকাটি ও চিৎকার শুনে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

মানব পাচারকারীরাই অভিবাসীদের এভাবে কন্টেইনারের ভেতরেই ফেলে রেখে গেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

এসব অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে পাঠানোর নাম করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়া হয়।

উদ্ধার হওয়া অভিবাসীদের বেশিরভাগই হাইতির বাসিন্দা। এছাড়া ঘানা ও নেপালের বেশকিছু অভিবাসীও রয়েছে।  

আরও পড়ুন:

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

প্রেমের সম্পর্ক গড়ে ১৩ বছর বয়সী কিশোরীকে দুদিন ধরে ধর্ষণ

নির্বাচন কমিশন নিয়ে রাজনীতিতে আবারও উত্তাপ, যা বলছে বিএনপি-আ.লীগ

পল্লবী থেকে উধাও হওয়া সেই ৩ বান্ধবীকে দেওয়া হল পরিবারের জিম্মায়


পুলিশের এক মুখপাত্র বলেন, কন্টেইনারের ভেতর থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছিল।

পরে দরজা খুলে সেখান থেকে ১২৬ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়। যার মধ্যে ১০৬ জন হাইতি, ১১ জন নেপাল ও ৯ জন ঘানার নাগরিক।

দেশটির শরণার্থী ইনস্টিটিউট জানিয়েছে, অভিবাসীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

news24bd.tv/ নকিব