বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন নিউজ টোয়েন্টিফোরের বাবু কামরুজ্জামানসহ ১০ জন
বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন নিউজ টোয়েন্টিফোরের বাবু কামরুজ্জামানসহ ১০ জন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড বিতরণ করা হয়েছে। আজ রোববার ইআরএফ কার্যালয়ে এই আয়োজন করা হয়। এতে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইআরএফের সদস্যদের প্রতিবেদন যাচাই ও বিচারকাজ শেষে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের রিপোর্টার বাবু কামরুজ্জামানসহ ১০ জনকে বিজয়ী করে ক্রেস্ট ও সনদ তুলে দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

 

এ সময় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, ব্যবসা ও উন্নয়ন কার্যক্রম বিবেচনায় চীন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার। এক্ষেত্রে দুই দেশের সম্পর্কে রাজনীতির চেয়ে ব্যবসার গুরুত্ব বেশি। যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।  

আজ রোববার বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ইকোনমিক রিপোর্টারস ফোরাম-ইআরএফ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

news24bd.tv

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিসিসিসিআই সভাপতি গোলাম মুর্তজা, ইআরএফ সভাপতি শারমিন রিনভী ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম।  

সমাপনী বক্তব্যে বিসিসিসিআই এর যুগ্ম মহাসচিব আল মামুন মৃধা আনুষ্ঠানিকভাবে জানান, আগামীতেও এই অ্যাওয়ার্ডের ধারবাহিকতা রাখা হবে।

আরও পড়ুন:


রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

প্রেমের সম্পর্ক গড়ে ১৩ বছর বয়সী কিশোরীকে দুদিন ধরে ধর্ষণ

নির্বাচন কমিশন নিয়ে রাজনীতিতে আবারও উত্তাপ, যা বলছে বিএনপি-আ.লীগ

পল্লবী থেকে উধাও হওয়া সেই ৩ বান্ধবীকে দেওয়া হল পরিবারের জিম্মায়


news24bd.tv/ কামরুল