চীনের কাছে মাথা নত করবে না তাইওয়ান

চীনের কাছে মাথা নত করবে না তাইওয়ান

অনলাইন ডেস্ক

চীনের চাপের কাছে তাইওয়ান  মাথা নত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। রবিবার দ্বীপরাষ্ট্রটির জাতীয় দিবসের সমাবেশে দেয়া  বক্তব্যে এ কথা বলেন তিনি। আলজাজিরার সূত্রে এই খবর জানা যায়।

প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার অব্যাহত রাখবে তাইওয়ান ।

কারণ চীনের দেয়া প্রস্তাব তাইওয়ানকে  স্বাধীন ও গণতান্ত্রিক জীবনযাপনের অধিকার দেয় না। প্রস্তাবটিতে তাইওয়ানের ২৩ মিলিয়ন জনগণের জন্য কোনো সার্বভৌমত্ব নেই বলেও দাবি তার।


আরও পড়ুন:

মৃত মায়ের গলে যাওয়া দেহ নিয়ে বাঁচিয়ে তোলার প্রার্থনা মেয়েদের!

মদ্যপানে বিষক্রিয়ায় ২৯ জনের মৃত্যু!

বিশ্বের সবচেয়ে বড় ঠোঁট বানানোর নেশায় তরুণী

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে


তবে দেশজুড়ে  সাম্প্রতিক  ক্রমবর্ধমান উত্তেজনা লাঘবের আশা করেন প্রেসিডেন্ট ওয়েন।   তাইওয়ানকে এক দেশ, দুই সিস্টেম মডেলের প্রস্তাব দিয়েছে চীন।

হংকংয়ের সঙ্গে বেইজিংয়ের যেমন সম্পর্ক অনেকটা তেমনই।

news24bd.tv/এমি-জান্নাত