বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে  লেবানন

বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে লেবানন

অনলাইন ডেস্ক

জ্বালানি  সংকটের  কারণে  লেবাননের  বৃহত্তম  দুই  বিদ্যুৎ  উৎপাদন  কেন্দ্র  দেইর  আম্মার  ও  জাহরানি  বন্ধ  হয়ে গেছে এতে  বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে  লেবানন।


আরও পড়ুন:

চীনের কাছে মাথা নত করবে না তাইওয়ান

মৃত মায়ের গলে যাওয়া দেহ নিয়ে বাঁচিয়ে তোলার প্রার্থনা মেয়েদের!

মদ্যপানে বিষক্রিয়ায় ২৯ জনের মৃত্যু!

বিশ্বের সবচেয়ে বড় ঠোঁট বানানোর নেশায় তরুণী


রয়টার্স জানায়, আগামী কয়েকদিন  এই অচলঅবস্থা থাকতে পারে বলে জানানো হয়েছে। লেবানন গেল ১৮ মাস ধরে মারাত্মক অর্থনৈতিক সংকটে ভুগছে আর জ্বালানি ঘাটতিতে তা আরও ঘনীভূত হয়েছে। এই সংকট দেশটির অর্ধেক জনগোষ্ঠীকে দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে, মুদ্রার মানের ব্যাপক পতন হয়েছে।

এর প্রতিক্রিয়ায় দেশটির রাজনীতিকদের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে।

 news24bd.tv/এমি-জান্নাত