কলকাতার জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী সন্দীপ্তা সেনের জীবনে নাকি এখনও প্রেম আসেনি! প্রেম কী, তা বোঝার পর থেকে এখন পর্যন্ত প্রেম করা হয়নি তার। একটি সাক্ষাৎকারে এমনটাই বলেছেন সুন্দরী এই অভিনেত্রী।
দুর্গাপূজা উপলক্ষে উঠে আসছে তারকাদের শৈশব-কৈশোরের প্রেমের গল্পগুলো। প্রসঙ্গ আসতেই তিনি জানালেন, প্রেম করার ইচ্ছে থাকলেও এখনও তা পূর্ণ হয়নি।
সেই দেখা পর্যন্তই ছিল সীমাবদ্ধ। কোনো দিন গিয়ে আর কথা বলতে পারলাম না। তাই পূজার সময় কোনো প্রেম আর করা হলো না।
আরও পড়ুন:
চীনের কাছে মাথা নত করবে না তাইওয়ান
মৃত মায়ের গলে যাওয়া দেহ নিয়ে বাঁচিয়ে তোলার প্রার্থনা মেয়েদের!
মদ্যপানে বিষক্রিয়ায় ২৯ জনের মৃত্যু!
বিশ্বের সবচেয়ে বড় ঠোঁট বানানোর নেশায় তরুণী
বড় হয়ে প্রেম হলো কিনা, জানতে চাইলেও একই সুরে কথা বললেন সন্দীপ্তা। তিনি জানান, ‘বড়বেলাতেও কখনো আর প্রেম করা হয়নি। ’ অর্থাৎ ছোট বেলা থেকে এ পর্যন্ত এখনো সিঙ্গেলই রয়ে গেছেন তিনি।
news24bd.tv/এমি-জান্নাত