ঢাকা উত্তরে ১৪ মামলায় ২ লক্ষাধিক টাকা জরিমানা

ঢাকা উত্তরে ১৪ মামলায় ২ লক্ষাধিক টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মোবাইল কোর্টে ১৪টি মামলায় ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির ২ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা, ৩ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ৮৫ হাজার টাকা জরিমানা, ৪ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ৫৮ হাজার টাকা জরিমানা, ৬ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা এবং রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রাখায় ২টি মামলায় ৩০ হাজার টাকা এবং ৯ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৪টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ২ লাখ ১৫ হাজার টাকা।

আরও পড়ুন:


দক্ষিণাঞ্চলে হবে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: শেখ হাসিনা

কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতির বাসায় ককটেল হামলার অভিযোগ

বিনয়কে দুর্বলতা ভাববেন না

বিএফইউজের নির্বাচন আয়োজনে আর বাধা নেই


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে এডিস ও কিউলেক্স মশা এবং ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহ্বান ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এবং ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’। এগুলো বাস্তবায়নের পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

news24bd.tv নাজিম