আগাম নির্বাচনে ইরাকে পার্লামেন্টে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় আজ রবিবার সকাল ৭টায় এই ভোটগ্রহণ শুরু হয়। ২০২২ সালে এই নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও ইরাকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের দাবির মুখে আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশটিতে মোট দুই কোটি ৫০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছে।
আরও পড়ুন:
চীনের কাছে মাথা নত করবে না তাইওয়ান
মৃত মায়ের গলে যাওয়া দেহ নিয়ে বাঁচিয়ে তোলার প্রার্থনা মেয়েদের!
মদ্যপানে বিষক্রিয়ায় ২৯ জনের মৃত্যু!
বিশ্বের সবচেয়ে বড় ঠোঁট বানানোর নেশায় তরুণী
পার্লামেন্টের মোট ৩২৯টি আসনে ১৬৭টি দল ও তিন হাজার দুই শ' ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ইরাকের ১৮টি প্রদেশে থেকে সরাসরি ২৩৭ প্রার্থী নির্বাচিত হবেন। অন্যদিকে পার্লামেন্টে নারীদের জন্য ৮৩টি আসন সংরক্ষিত রয়েছে। এছাড়া সংখ্যালঘু ইরাকি খ্রিস্টানদের জন্য পাঁচটি, মানদায়িদের জন্য একটি, ইয়াজিদিদের জন্য একটি, শাবাকদের জন্য একটি ও ফেইলি কুর্দিদের জন্য একটি আসন সংরক্ষণ করা হয়েছে।
news24bd.tv/এমি-জান্নাত