স্পেনকে হারিয়ে নেশনস লিগের শিরোপা ফ্রান্সের হাতে

স্পেনকে হারিয়ে নেশনস লিগের শিরোপা ফ্রান্সের হাতে

অনলাইন ডেস্ক

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে নাটকীয় পরিসমাপ্তিতে উয়েফা নেশনস লিগের দ্বিতীয় আসরের শিরোপা ঘরে তুললো ফ্রান্স। এ নিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপ, ইউরো ও নেশনস লিগ- ট্রেবল জয়ের কীর্তি স্থাপন করলো দিদিয়ের দেশমের দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে স্পেন এগিয়ে গেলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে ম্যাচ জিতে নেয় ফ্রান্স। ম্যাচের ৬৪ মিনিটে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল।

এক মিনিট পরেই এমবাপ্পের পাস থেকে দারুণ গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান করিম বেনজেমা। ম্যাচের ৮০ মিনিটে নিজেই জয়সূচক গোল করেন কিলিয়ান এমবাপ্পে।  

আরও পড়ুন:

পরকীয়ার জেরে শ্যালিকার বিয়ে ভাঙলেন দুলাভাই, আপত্তিকর ছবি!

মুহিবুল্লাহ হত্যাকাণ্ড: দায় স্বীকার করে জবানবন্দি দিলেন ইলিয়াছ

নির্বাচন কমিশন নিয়ে রাজনীতিতে আবারও উত্তাপ, যা বলছে বিএনপি-আ.লীগ

পল্লবী থেকে উধাও হওয়া সেই ৩ বান্ধবীকে দেওয়া হল পরিবারের জিম্মায়


ম্যাচের ৮৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেলেও ওয়ারজাবালের দারুণ এক ভলি আটকে দেন ফরাসি গোলরক্ষক লরিস। যোগ করা সময়ে আরেকটি দুর্দান্ত সেভে দলের জয় নিশ্চিত করেন তিনি।

ম্যাচে দুই দলই সমান ১২টি করে শট নিয়েছে। যার মধ্যে স্পেনের লক্ষ্যে ছিল ৪টি, ফ্রান্সের ৫। তবে ৬৪ ভাগ বল দখলে অনেকটাই এগিয়ে ছিল স্পেন।

news24bd.tv/ নকিব