গাঁজা সেবনে অভ্যস্তদের করোনায় মৃত্যুঝুঁকি বেশি: গবেষণা

গাঁজা সেবনে অভ্যস্তদের করোনায় মৃত্যুঝুঁকি বেশি: গবেষণা

অনলাইন ডেস্ক

নতুন এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত গাঁজা সেবন করে তারা টিকা নিলেও তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক প্রতিবেদনে নিউইয়র্ক পোস্ট এই তথ্য জানায়।

গত মঙ্গলবার ওয়ার্ল্ড সাইকোলজিতে ওই গবেষণার ফল প্রকাশ হয়েছে। যাদের মাদক ব্যবহার ব্যাধি (এসইউডি) আছে এবং গাঁজা, অ্যালকোহল, কোকেন, ওপিওইড এবং তামাকের ওপর নির্ভরতা রয়েছে তারা করোনা টিকার দুই ডোজ সম্পন্ন করলেও আক্রান্ত হলে পরিস্থিতি গুরুতর হতে পারে বলে জানিয়েছে গবেষণাটি।

গবেষণায় দেখা যায়, যাদের মাদক ব্যবহারের অভ্যাস নেই তারা করোনাভাইরাসে আক্রান্ত হলে ৩.৬ শতাংশ ক্ষেত্রে পরিস্থিতি গুরুতর দিকে যাচ্ছে। অন্যদিকে যাদের এই অভ্যাস রয়েছে তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা ৭ শতাংশ। আর তাদের যদি গাঁজা সেবনের অভ্যাস থাকে তবে এই হার ৭.৮ শতাংশ।

আরও পড়ুন:

পরকীয়ার জেরে শ্যালিকার বিয়ে ভাঙলেন দুলাভাই, আপত্তিকর ছবি!

মুহিবুল্লাহ হত্যাকাণ্ড: দায় স্বীকার করে জবানবন্দি দিলেন ইলিয়াছ

নির্বাচন কমিশন নিয়ে রাজনীতিতে আবারও উত্তাপ, যা বলছে বিএনপি-আ.লীগ

পল্লবী থেকে উধাও হওয়া সেই ৩ বান্ধবীকে দেওয়া হল পরিবারের জিম্মায়


গাঁজা সেবনের সঙ্গে অবশ্য এই পার্থক্য সরাসরি যুক্ত করা হয়নি।

তবে গাঁজার ওপর নির্ভরশীলদের আচরণের সঙ্গে তা যুক্ত হতে পারে। তবে গবেষকরা জানিয়েছেন, গাঁজা সেবনে আসক্তরা অল্প বয়সী হলেও এই ঝুঁকি থেকেই যায়।

news24bd.tv/ নকিব