চট্টগ্রামে পেয়াঁজে ভরপুর হলেও পাইকারিতেই দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

Other

সিন্ডিকেটের হাতে জিম্মি পেয়াঁজের বাজার। দেশের বড় ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ভারত মিয়ারমারের পেয়াঁজে সয়লাভ হলেও কয়েকদিনের ব্যবধানে ১৫ টাকা বেড়ে ৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে ভারতের পেয়াঁজ।

মিয়ানমার পেয়াঁজেরও দাম বেড়েছে দ্বিগুণ। ভোক্তারা মনির্টরিংয়ের দূর্বলতাকে দূষলেও জেলা প্রশাসন বলছেন পেয়াঁজ নিয়ে তালবাহানা সহ্য করা হবে না।

পেঁয়াজ সিন্ডিকেটের তালিকা তৈরি কথাও জানিয়েছেন তিনি।  

দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ ভারত মিয়ানমারের পেয়াঁজে ভরপুর। তারপরও সংকটের অজুহাতে কয়েকদিনে পাইকারিতেই দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা পর্যন্ত।  

খুচরা বাজারে প্রতি কেজি পেয়াঁজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকারও বেশি দামে।

ক্রেতারা বাজার মনিটরিং নেই বললেও, পেয়াঁজ সিন্ডিকেটের খুঁজে মাঠে থাকার দাবি জেলা প্রশাসনের।  

আরও পড়ুন:


এসএসসি পরীক্ষার্থী লাভলী মেয়ে থেকে ছেলেতে রূপান্তর

প্রেমিকের বাবাকে বিয়ে করলেন তরুণী!

প্রেমের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক, অন্তঃসত্ত্বা তরুণীর অনশন

প্রেমের সম্পর্ক গড়ে ১৩ বছর বয়সী কিশোরীকে দুদিন ধরে ধর্ষণ


আমদানিকারকরা বলছেন, ভারত মিয়ানমাত বেড়েছে পেয়াঁজের দাম। তাই সংকট ঠেকাতে অন্যান্য দেশ থেকে পেয়াঁজ আমদানি করার চেষ্টা চলছে তাদের।  

ব্যবসায়িরা বলছেন, কেনা দামের চেয়ে প্রায় তিন গুণ দামে পেঁয়াজ বিক্রির পেছনে জড়িত আছে কক্সবাজারের টেকনাফ ও চট্টগ্রামের ১৫ জনের একটি সিন্ডিকেট। বাজার নিয়ন্ত্রণে তাদেরকে আইনের আওতায় দাবি জানিয়েছেন তারা।  

news24bd.tv/ কামরুল